নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
গলাচিপায় বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল ৮১তম পাচ দিন ব্যাপী স্কাউটস লিডার বেসিক কোর্স বুধবার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস গলাচিপা উপজেলা কমিটির ব্যবস্থাপনায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বেসিক কোর্সে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪০ জন শিক্ষক অংশগ্রহন করেন। এতে ১০ জন কোর্স স্টাফ ট্রেনিং কার্যক্রম পরচালনা করেন। বুধবার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস গলাচিপা উপজেলা কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহ সভাপতি সমিত কুমার দত্ত, কোর্স লিডার মো. সুলতান আহমেদ,আঞ্চলিক উপ কমিশনার আ. সোবাহান , কোষাধ্যক্ষ আবুল কালাম প্রমূখ।
