এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে মুন্না (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে গত সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে যেকোন সময়। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় আত্মহরনকারীর বড় ভাই তরিকুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত মামলা দায়ের করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লার কুতুবপুর লাকী বাজার এলাকায় ভাড়া থাকে সেলিম সিরাজীর ছেলে তরিকুল ইসলাম ও মুন্না বসবাস করে। মুন্না পড়ালেখা কওে আসছে। গত ২২ অক্টোবর সোমবার রাত ১১টায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমায়। সংগোপনে নির্জনে সে ঐ রাতে থেকে পরের দিন সকাল ৭টার মধ্যে যেকোন সময় নিজ রুমের সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানান, প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে অত্ম হত্যা করেছে।
