আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৯ অক্টোবর শুক্রবার সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা ২০১৮-২০১৯ এর উপকরণ বিতরনের উদ্বোধন করা হয়। প্রণোদনা বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান জানান, চলতি বছরে কৃষি প্রণোদনার আওতায় ৪৫৫ জন চাষীকে সরিষা বীজ, ৭৮৫ জন চাষীকে গম বীজ, ২৮৫০ জন চাষীকে ভুট্টা বীজ ও ১৫০ জন চাষীকে গ্রীষ্মকালীন মুগ বীজ সহ ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।