আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাবের এক বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক দিনকালের প্রতিনিধি হাফিজুর রহমানকে সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রুবেল হাওলাদার (ভোরের কাগজ), তাইমুন ইসলাম রায়হান (সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক এম. সোহেল (কালের কন্ঠ), জাবির হোসেন (নয়া দিগন্ত), অর্থ বিষয়ক সম্পাদক আইয়ুব খান (ভোরের পাতা), কার্যকরী সদস্য শুভ সিকদার (ইত্তেফাক), জোবায়ের হোসেন (মানবজমিন), জাহাঙ্গীর আলম (অন্য দিগন্ত) ও স্বর্ণা হাসান (আমাদের সময়)।
পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক সমকাল ও আর.টিভির জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন সভায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
