এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার দেলপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কালাম (৪০) কে মারধর করেছে রবিন ,মৃদুল,মিলন ও তার সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনা ঘটেছে ১৪ অক্টোবর রত ৯টায়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় আবুল কালাম বাদী হয়ে রবিন মৃদুলসহ ১০ জনের নামে একটি মারামারি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৮(১০)১৮ ।
এ মামলার অভিযোগে জানা যায়, ফতুল্লার কুতুবপুরের দেলাপাড়া এলাকায় মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে আবুল কালামের সাথে একই এলাকার সাহাব উদ্দিন বেপারীর ছেলে কাউসার আহম্মেদ রবিন (৩৩), শামসুর বেপারীর ছেলে তানভির আহম্মেদ মৃদুল (বাবু) (৩৫), সিরাজ ড্রাইভারের ছেলে মিলনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর রাতে রবিন ও রাজু, মৃদুল, মিলনসহ ১২/১৩ জন লোক আবুল কালামের বাড়ি যায়। এসময় তারা তর্কবির্তক সৃষ্টি করে কালাম কে মারধর করেছে।
