আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের হরিণমারী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পূর্বে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা চলে গেছে। অত্র বিদ্যালয়ে ৫ পদ বিশিষ্ট প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারি শিক্ষক শাহনাজ, হাবিবা, জোবেদা ও করবী। সরেজমিন গিয়ে দেখা যায় এমনি চিত্র। ৩টার সময় ছুটি দেয়ার ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী মুঠোফোনে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, আমার পার্শ্বেই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম আছেন। এই বলে মুঠোফোনটি প্রধান শিক্ষককে দিলে তিনি বলেন আমি উপজেলা শিক্ষা অফিসে এসেছি। আসার সময় সহকারি শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয় ছুটি দেয়ার জন্য বলেছি। তবে কেন তারা সকালে ছুটি দিয়েছে। বলতে পারলাম না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে সাংবাদিককে জানান।
