এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
গতকাল তালা উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে তালা সরকারী কলেজের হলরুমে ১৮৫ টি পূজা মন্ডপে সরকারী অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপত্বিতে পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড:মুস্তফা লুৎফুল্লাহ এমপি,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইজ্ঞি:শেখ মুজিবুর রহমান,তালা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, জেবুনেচ্ছা খানম,তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু । অনুষ্ঠানে প্রধান অতিথি পূজা মন্ডপে সার্বক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতর দিকে নজর রাখার জন্য থানার অফিসার ইনচার্জ দ্বয়ের প্রতি অনুরোধ জানান । উল্লেখ্য প্রতিটি পূজা মন্ডপের অনুকুলে আধা মেট্রিক টন চালের সমপরিমান টাকা প্রদান করা হয় ।
