এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্রা মডেল তানার এস.আই শাফিউল আলম খান গত ১২ অক্টোবর রাতে পাগলা শাহী মহল্লা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় । এ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন (৩২) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আব্দুল হকের ছেলে।
এস.আই কামরুল হাসান ও সৈয়দ বায়েজিদ গত ১২ অক্টোবর রাতে ফতুল্লার লালপুর কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সামনে ব্রাজিল বাড়ীর পাশে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিলা ইয়াবা ব্যবসায়ী শারমিন ওরফে সীমা (৩০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার ঢাকাইয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রাজনের স্ত্রী মো. হান্নান মিয়ার মেয়ে।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ.এস. মোশাররফ হোসেন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড চাঁনমারী এলাকা থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল (২৩) কে গ্রেপ্তার করেছে। সে চাঁনমারী বস্তি এলাকার আ.কাশেমের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
