এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । তালা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেহেদী রাসেল জানান, উপজেলার পাচরোখী গ্রামের আলী বক্স শেখর পুত্র মো:সবুর শেখ দায়রা নং-১৭৫/১৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী । সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকায়,গোপন সংবাদের ভিত্তিতে তাহার নিজ বাড়ী হইতে গতকাল১৩ অক্টোবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
