আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ‘দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়। কাজেই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
১২ অক্টোবর শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালীতে সাহেব উল্লাহ সরকার উচ্চ বিদ্যালয়ে মাঠে বোয়ালী ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ গিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ত্যাগের অঙ্গীকার নিয়ে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবলীগই বড় শক্তি। আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের যে কোনো অপচেষ্টা যুবলীগকে প্রতিহত করতে হবে।
সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন যুবলীগের বর্ণাঢ্য সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বক্কর কাজল, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ হারুন, মো. মুকুল মিয়া, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওশের আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সরকার। বোয়ালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান তুহিন দুখুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ সবুজ, আলমগীর সরকার আকাশ, মো. রানা ইসলাম ও মারুফ হাসান মানিক।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা।
সম্মেলনের উদ্বোধক জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন তাঁর বক্তব্যে বলেন, ‘কোনো বিভেদ নয়, যুবলীগকে নির্বাচনী মাঠে থাকতে হবে। শেখ হাসিনার নৌকার জন্য যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনের প্রধান বক্তা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব বলেন, ‘সম্মেলনের মাধ্যমে তৃণমূল যুবলীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করছি। জেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
