সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর বিভিন্ন এলাকায় এখন অবৈধ ভারতীয় স্টেশনারী পণ্যে সয়লাব। জেলার সব উপজেলার বিভিন্ন স্টেশনারী ও লাইব্রেরী গুলোতে অনুসন্ধান করে জানা গেছে, ভারতীয় মনটেক্স গ্লিটার পেন, মনটেক্স জেল পেন, লিংক ওশেন জেল পেন, লিংক গ্লাইসার বল পেন সহ নানা পণ্য বাংলাদেশী কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশ সরকারের কর ফাঁকি দিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে চয়েস গ্রুপ অব বাংলাদেশের পটুয়াখালী জেলার টেরিটরী সেলস অফিসার (টিএসও) নিমাই চন্দ্র দাস বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা ভারতীয় কলম ও বিভিন্ন স্টেশনারী পণ্য বাংলাদেশের সরকারের কর ফাঁকি দিয়ে কম দামে এগুলো বিভিন্ন স্টেশনারী দোকান ও লাইব্রেরীতে বিক্রি করে আসছে। এতে আমাদের কোম্পানী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং আমরা ওই সব পণ্য বিক্রি করতে গেলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। ওই অস্াধু ব্যবসায়ীরা একদিকে সরকারের কর ফাঁকি দিচ্ছে এবং অন্যদিকে আমাদের বৈধ কোম্পানী আর্থিকভাবে মার খাচ্ছে। প্রশাসন যদি একটু সচেতন হতো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে সরকার ও আমাদের কোম্পানী লাভবান হতো।
