নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:
গলাচিপা সমকালের প্রতিনিধির ভাইর স্ত্রী মোসা: সাবিনা ইয়সমিন(২৫) কে মারধর করে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডে রবিবার। আহত সাবিনাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে গলাচিপা থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডে ইদ্্িরস মোল্লার স্ত্রী মোসা: ফিরোজা বেগম (৪৫) মেয়ে মোসা: ফেরদৌসী(২৮) বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা করে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতিতে মাদকসহ তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এতে সাবিনার পরিবারকে সন্দেহ করে আসছে। রবিবার এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় অভিযোগকারীরা সাবিনা ইয়াসমিনকে একা পেয়ে বসত ঘরের সামনে বসে জুতা দিয়ে পিঠিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে ও প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে গলাচিপা থানার এস আই নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
