মোঃ রিয়াজ মোল্লা, বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলা সারা দেশে একযোগে উদ্বোধন করেন। উদ্বোধনের পর
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে সভাপতিত্বে উপজেলা চত্বর মুক্তিযোদ্ধা মঞ্চে সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত মাকসুদ মুরাদ, প্রেসক্লাবের আহবায়ক হারুন অর-রশিদ, কৃষি কর্মকর্তা অর্পূবলাল সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সামসুল আলম
মিয়া,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত রহমান, সমবায় অফিসার কামরুল হাসান প্রমুখ । এ ছাড়াও মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক,শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন৷
