মোঃ আরিফুর রহমান ঝন্টু, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পটুয়াখালীর দশমিনা রনগোপালদী তে যুবলীগ নেতা সহ আহত ৪ জন। ৬/১০/১৮ শনিবার সকাল ৮ ঘটিকায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী ২ নং ওয়ার্ডের আবদুল বারেক বাওলি গংদের সাথে একই এলাকার ফোরকান মৃধা গংদের সাথে অনেক দিন ধরে ৩০ শতাংস জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন আব্দুল বারেক বাওলি ও ফোরকান মৃধা গংরা সহ দুপক্ষে ই গাছ রোপন করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন ঘটনা স্থলে আমি এগিয়ে আসলে রুহুল মৃধা আমাকে সহ ৪ জনকে কুপিয়ে আহত করে বলে যানান আহত আনোয়ার হোসেন , এতে আব্দুল বারেক বাওলি গংদের মধ্যে
আহতরা হলেন,মো: আব্দুল বারেক বাওলি (৬৫),মো: আনোয়ার হোসেন (৩২),লিয়ার হোসেন (৩৫),মোসা: হনুফা বেগম (৬০)। আহতরা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।