নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গত ২৯শে সেপ্টেম্বর গলাচিপায় বোরাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুত্বর আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরতর আহত গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাএী মারুফা আক্তার(১৭) ও সুলতানা আক্তার (১৭) এর অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। মারুফা ও সুলতানার মাথায়, হাত ও কোমড়ে মারাত্মক আঘাত পেয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। কিন্তু তাদের অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
আহত মারুফা ও সুলতানার মা জানান, রতনদি তালতলি ইউনিয়নের রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো মোস্তাফিজুর রহমান শাকিল খানের আর্থিক সাহায্যে এতো দিন চিকিৎসা চালিয়েছি । টাকা শেষ হয়ে যাওয়ার কারনে বরিশাল থেকে মারুফা ও সুলতানাকে নিয়ে আসছি।পরিবার দুইটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে টাকার অভাবে মারুফা ও সুলতানা চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।অসহায় মারুফা ও সুলতানা চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার।
এ ব্যাপারে গলাচিপা মহিলা কলেজের প্রভাষক রামানন্দ দেবনাথ জানান, সুলতানা ও মারুফাকে দেখতে গিয়েছিলাম। টাকার অভাবে মেয়ে দুইটার চিকিৎসা হচ্ছে না। আমিও কিছু অর্থিক সাহায্য করেছি কিন্তু তা পর্যাপ্ত না। মেয়ে দুইটার চিকিৎসার জন্য সহৃদয়বানদের সহযোগিতা কামনা করেন।
