সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকদের মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় স্থানীয় থানা চত্ত্বরে আয়োজিত সভায় সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন। মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন গলাচিপা থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ মঞ্জু। তিনি বলেন, সামনে নির্বাচন ও নির্বাচনকে বানচাল এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘাপ্টি মেরে আছে । পূজামন্ডপে ওরা যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা কোন অশালীন আচরণ না করতে পারে সেজন্য পূজা মন্ডপের পবিত্রতা রক্ষার স্বার্থে সকলকে সজাগ থাকার আহবান জানান। তিনি আরও বলেন, পূজা মন্ডপগুলোতে স্টাইকিং ফোর্সসহ তিন স্তরের নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র চন্দ্র পাল, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সাধারণ সম্পাদক ও সাংবাদিক শংকর লাল দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সর্দার মু. শাহ আলম প্রমুখ। বক্তারা পূজাঁ উদযাপনকালীন সময় জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, উস্কানিমূলক কর্মকা- কেউ যেন না করতে পারে এ বিষয় সবাইকে সতর্ক থাকা এবং পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।
