নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় পানিতে ডুবে নোমানুর রহমান নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমখোলা ইউনিয়ের বাউরিয়া গ্রামের মিজানুর রহমানের শিশু পুত্র নোমানুর রহমান মঙ্গলবার দুপুরের দিকে কোন এক সময় খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর নোমানকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেন