এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও পরিবেশ ঠিক রাখতে ফতুল্লা মডেল থানায় গতকাল বিকেল ৩টায় সনাতন ধর্মের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু চন্দন শীল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি লিটন চন্দ্র পাল। নারায়ণগঞ্জ সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক দীলিপ কুমার মন্ডল, সহ-সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক রনজিত মন্ডল ,যুগ্ম সম্পাদক অরুণ দাস।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ২৬টি মন্ডপের সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা । এদেও মধ্যে উপস্থিত ছিলেন,মানিক চন্দ্র দাস,বিরেন্দ্র সরকার,রাজীব তালুকদার,শিবুদাস, রতন মন্ডল, নারায়ণ চন্দ্র হালদার,চন্দ্রজিৎ বাড়ৈ, লালপুরের নীল রতন দাস, স্বদেশ চন্দ্র সাহা, পিন্টু সরকার। এসময় ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ জালাল, মজিবুর রহমান এবং গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন ।