এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার বক্তাবলী এলাকায় পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে দিদার (২৫) মারপিট করে নগদ সাড়ে ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষ বিপ্লব ,শাকিব রিফাত ও তার সহযোগিরা। এ ঘটনা ঘটেছে গত ১ অক্টোবর রাত ১০টায়। এ ব্যাপাওে ফতুল্লা মডেল তানায় দিদার বাদী হরেয় প্রতিপক্ষ রিফাত শাকিব, ইসলাম,বিপ্লবসহ ৭/৮ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার বক্তাবলী গোপাল নগর এলাকার মো. মনির হোসেন। তার ছেলে মো. দিদার। তার সাথে একই এলাকার মো.ফজর আলীর ছেলে বিপ্লব (৩২),নবী হোসেনের ছেলে শাকিব (২২),আতাউর রহমানের ছেলে রিফাত (২২) এবং বাদলের ছেলে ইসলাম (২৫) এর সাথে শত্রুতার চলে আসছে। এই পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে গত ১ অক্টোবর রাত ১০টায় বিপ্লব ও তার উল্লেখিত সহযোগি সহ অজ্ঞাতনামা আরো৩/৪ মিলে দিদার কে মারপিট করে ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় একটি মোবাইল সেটও লুন্ঠন করেছে ঐ বিপ্লব ও তার সহযোগিরা। দিদার জানান, নগদ ৩০ হাজার ৭শ২৫ টাকা বিপ্লব ও তার সহযোগিরা লুন্ঠন করে নেয়। পরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফতুল্লা থানায় দিদার বিপ্লবসহ তার সহযোগিদের
ডবরুদ্ধে লিখি অভিযোগ দায়ের করেছে।
