এ,আর,কুতুবে আল, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি‘র ৪ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফতুল্লা থানা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির (৬০)। সে ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকার মৃত নুরুল হক ইসলামের ছেলে। শিয়াচর এলাকার মৃত স্বপন সরকারের ছেলে ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টুটুল সরকার(৩৫), দাপাইদ্রাকপুর এলাকার মৃত পিয়ার মাষ্টারের ছেলে যুবদল নেতা আনোয়ার হোসেন আনু (৩৮) এবং মুসলিম নগর এলাকার রমজান আলী মুন্সীর ছেলে শেখ ফরিদ (৪৫)।
পুলিশ সূত্রেজানা যায়, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া‘র মুক্তি‘র দাবীতে ফতুল্লা এলাকায় বিএনপি‘র ও তার অঙ্গ সংগঠন মিলে বিভিন্ন সরকারী দপ্তরে হামলা চালানোর জন্য তারা নাশকতার পরিকল্পনা করে। এসমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা পুলিশ অভিযান চালায়। এরপর উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। তাদেরকে জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করেছে। মামলানং-২৮(৯) ১৮।
