সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ নেতা গলাচিপা সরকারি কলেজের সাবেক জিএস রঞ্জন বনিকের (৪২) অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বেলা ১২টা ৩০ মিনিট এর সময় গলাচিপা হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের কর্মকার পট্টির মৃত অমল কৃষ্ণ বনিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক বস্ত্র প্রতি মন্ত্রী জননেতা আলহাজ্ব আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি।এছাড়া আরও গভীর শোক প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন, পৌর মেয়র আহসানুল হক তুহিন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গলাচিপার সকল সাংবাদিকবৃন্দ।
