জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাাতা
পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বিশ্ব পর্যটন দিবস ভ্রমন বিলাস গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে গলাচিপা পাঠাগার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টায় একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পাঠাগারে এসে শেষ হয়। এ সময় র্যালীতে নেতৃত্ব দেন সাবেক শিক্ষক আ: রব মিয়া। শ্লোগান দেন ভ্রমনে প্রশান্তি, ভ্রমনে জ্ঞানার্জন। আরো উপস্থিত ছিলেন ভ্রমন বিলাস গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুসেল, সাংগঠনিক সম্পাদক সবুজ পাল, সাংবাদিক রিয়াদ হোসেন, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক আল মামুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
