আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমূখা ও বুরাগৌরাঙ্গ, নদী থেকে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল,৩০ হাজার মিটার চরবেয়ার জাল উদ্ধার করা হয়েছে।যে জালের আনুমানিক মূল্য দের লক্ষ টাকা। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার এস আই মো.ইব্রাহিম বলেন,কিছু অসাধু জেলেরা জাটকা শিকার করে। গোপন সংবাদের ভিক্তিতে আমরা অভিযান চালাই।
তখন অসাধু জেলেরা জাল কেটে দিয়ে পালিয়ে যায়।একারনে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে বিকাল৫.৩০ টার দিকে কোড়ালিয়া খেয়াঘাটে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট ও চরবেয়ার জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
