সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় প্রতিবন্ধী ব্যক্তিদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে। প্রতিবন্ধী সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শামসুজ্জামান লিকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ ও গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মু.মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, এ ডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পটুয়াখালী জেলা ম্যানেজার আলামা ইকবাল মাহমুদ, গলাচিপা থানার এস.আই নজরুল ইসলাম, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গলাচিপা পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ওয়ানা মার্জিয়া নিতু, প্রতিবন্ধী নিমাই দাস প্রমুখ। এছাড়াও গলাচিপা উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
