সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: নজরুল ইসলাম, ইউএনডিপির জেলা সহায়ক সৈকত মজুমদার, জেলা সমন্বয়কারী মো: শফিউল আলম ও গলাচিপা উপজেলা সমন্বয়কারী আ: সামাদ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত মহিলা সদস্য, নারী নেত্রী মিসেস সালমা ওয়াহিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গজালিয়া ইউপি চেয়ারম্যান মু: খালিদুল ইসলাম স্বপন, গলাচিপা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী ও রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মোস্তফা খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি বলেন, মানুষের নানাবিধ সামাজিক অপরাধ, গ্রামীণ ভূমি সংক্রান্ত জটিলতা, মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা এবং বিচার কাজে প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রামীণ আদালতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং নারীর অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য উপস্থিত নারীদের প্রতি অনুরোধ জানান।
