এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালা শহীদ কামেল মডেল হাইস্কুল একাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন উপলক্ষ্যে স্কুলের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় । গতকাল তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপত্বিতে স্কুলের প্রতিষ্টাতা সভাপতি এমএ কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপেজলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহিদ বিন গোফুর, তালা থানার ওসি মেহেদী রাসেল,তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শক্তি পদ ।
উলেখ্য যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের তিনতলা ভিত্তি বিশিষ্ট বিদ্যমান এক তলা একাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়।
