এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার মডেল থানা পুলিশ অভিযানে সোমবার ভোর ৫টায় দাপাইদ্রাকপুর বালুর মাঠে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ নিখোঁজ হওয়া জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি (৩০) কে গ্রেপ্তার করেছে।
এলাকা সূত্রে জানাযায়, গত তিন দিন আগে রনি নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে তার পরিবার ফতুল্লা মডেল থানায় একটি লিখিত জিডি দায়ের করেছে। এই জিডি তদন্তে তাকে পুলিশ খুজতে চেষ্টা করে। একপর্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রনি তার সহযোগি সহ দাপাইদ্রাকপুর এলাকায় অবস্থান করেছে। এরপর পুলিশ গত ১৭ সেপ্টেম্বর ভোর ৫টায় দাপাইদ্রাকপুর অরিয়ন গ্রুপের মাঠে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। সে পশ্চিম মাসদাইর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে। সে নরায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।
এ ব্যাপারে এস.আই শাফিউল আলম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-৬৬(৯)১৮।
পুলিশ জানায়, রনিকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে সোমবার বেলা সাড়ে ৩টায়।