এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার কানাইদিয়া গ্রামের মোমিন গাজীর ছেলে রেজাউল গাজী এবং কলিয়া গ্রামের নামদার সরদারের ছেলে মোঃ কামরুজ্জামান।
থানাসুত্রে জানাযায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে উক্ত দুই আসামীকে আটক হয়। এরমধ্যে রেজাউল গাজী জি,আর,নং-১৯১/১২ এবং মোঃ কামরুজ্জামান দায়রা নং-৬৪১/১৩ এর পলাতক আসামী।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
