রানা, পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল লোহালিয়া ইউনিয়নে অভিজান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা সহ লাইলি বেগম(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে আব্দুল জব্বার হাওলাদারের বাড়িতে এ অভিজান চালায়।
সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এর নির্দেশনায় সদর থানার চৌকশ পুলিশ দল এসআই জাকির সংগীয় এএসআই মাসুম বিল্লাহ ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২/০৯/১৮ খ্রিঃ সন্ধ্যা ১৭.৫৫ ঘটিকায় উত্তর লোহালিয়া সাকিনের আব্দুল জব্বার হাওলাদার এর বাড়ীর টিনের ঘরে তল্লাশী করিয়া ঘরের মাটির নিচে হইতে আসামী লাইলী বেগম(৪০)কে প্লাস্টিকের কৌটায় ৩০০(তিন) শত পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেন। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীরা মাদক ব্যাবসা চক্রের সক্রিয় সদস্য। সুকৌশলে মাদক আনায়ন করিয়া থাকে। এ অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ ও মাদক সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানিয়েছন ওসি, এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন থাকবে।