এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালায় ২০ পিচ ইয়াবাসহ নূরুজ্জামান মিলন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই শেখ মোঃ আজগর আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বারুইহাটি গ্রামের আবুল বাশারের ছেলে নূরৃজ্জামান মিলনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্য থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে। এঘটনায় তালা থানায় মিলনকে প্রধান করে তার স্ত্রী রুনা বেগম(৩০) এর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যার নং ৫। তাং ১২.৯.১৮।ঘটনার পর থেকে তার স্ত্রী রুনা বেগম পলাতক রয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল বলেন,মামলার অপর আসামীকেও গ্রেফতারে চেষ্টা চলছে। এসময় তিনি আরো জানান,দীর্ঘ দিন যাবৎ মিলন ও তার স্ত্রী পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।