এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
গত ২৪ ঘন্টায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে কেজি ১ গাঁজা ও ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে তল্লা রেললাইন এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সানোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৮) কে গ্রেপ্তার করেছে। একই দিন বিকেলে পশ্চিম দেওভোগ এলাকা থেকে নিজামের ছেলে রাসেদ (২৮) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। মাসদাইর গুরাঘাট এলাকা থেকে গত ৭ সেপ্টেম্বর রাতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত মোহাম্মদ আলীর ছেলে সুমন আহম্মেদ রবি (৩০) কে ফতুল্লা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টীম গতকাল (শনিবার) সকালে ১ কেজি গাঁজাসহ ফতুল্লা এলাকা থেকে সাইফুল ইসলাম সাগর (৩৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আতাউর রহমানের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Home / আইন ও আদালত / ফতুল্লা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার -৪
Check Also
রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ
মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …