সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার পটুয়াখালী জেলা ক্রাইম রিপোর্টার মু. নাসির উদ্দিন মটর সাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদের কাছাকাছি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদায় পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। এতে সাংবাদিক মু. নাসির উদ্দিন-এর শরীরের বিভিন্ন অংশ চামড়া ছোলা জখম হয় ও তার গাড়িটি দুমড়ে মুচরে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে দু’ভাগে বিভক্ত হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়। এ বিষয়ে সাংবাদিক মু. নাসির উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদে যাওয়ার এ কাচা সড়কটি বৃষ্টির পানি জমে থাকার কারনে রাস্তার মাঝে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় আমি গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে খাদায় পড়ে যাই।
