মো. নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় সীমানা পিলার উত্তোলন করার সময় সরঞ্জামসহ ২জন কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মৃত মোকলেছ সিকদারের ছেলে হারুন সিকদার (৪৫) ও ঢাকার বাড্ডা এলাকার রায়হান (২৭)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়, হারুন ও রায়হান বৃহস্পতিবার গভীর রাতে কালিরচর গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় পিলার উত্তোলন করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে সরঞ্জামসহ ধরে ফেলে। পরে স্থানীয়রা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমি শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওদেরকে থানায় সোপর্দ করি। আসলেই এ চক্রটি একটি ভয়াবহ চক্র। আমরা এ ধরনের চক্রের বিরুদ্ধে সর্বদাই সজাগ আছি। এ বিষয়ে এসআই মো. মাহাবুব বলেন, আসামীদেরকে পিলার উত্তোলনের সরঞ্জামসহ স্থানীয় জনগণ ধরে আমাদের খবর দিলে আমরা ওদেরকে ধরে থানায় নিয়ে আসি। আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
