সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপা ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় পটুয়াখালীর গলাচিপায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় সুধি মন্ডলী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন নিয়ে সম্মিলিত র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সহ-সভাপতি এ্যাড. মো. শামীম মিয়া, গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মু. মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, এমপি মহোদয়ের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াত সুজন, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, এ্যাড. মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার কামরুল, সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আসিফ প্রমুখ।
