এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালায় ইজ্ঞিন ভ্যান ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪জন মারাত্মক আহত হয়েছে ।
স্থানীয় সুত্রে জানাযায়, মাছবাহী একটি ইঞ্জিন ভ্যান কপিলমুনি থেকে আঠারোমাইল যাওয়ার সময় জাতপুর পৌছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইজ্ঞিনবভ্যান আরোহী অরুন রায় সহ মাহেন্দ্র’র যাত্রীরা পার্শ্ববর্তী রাস্তার উপর ছিটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অরুন রায়ের মৃত্যু হয়।নিহত অরুন কুমার রায় পাইকগাছা উপজেলার মুনকিয়ার কাশিনাথের ছেলে। আহতরা হলেন,একই এলাকার ভুবেনর ছেলে পার্থ মল্লিক((২৩),মুকুন্দ মল্লিকের ছেলে সঞ্চয় মল্লিক(৩০), স্বপন মল্লিকের ছেলে সবুজ মল্লিক(৪৪) ও ভ্যান চালক বাপ্পারাজ(২৮)। আহতরা তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
তালা থানার ওসি মেহেদি রাসেল দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন তালা তানায় মামলা করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।