সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় আশ্রায়ন কেন্দ্র ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের অফিস ভবনটি যেন মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরে দুতলা বিশিষ্ট এ ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জানা গেছে, ১৯৭০ সালের বন্যার পরবর্তী সময়ে ভবনটি নির্মিত হয়। বর্তমানে এটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজারের ওয়াবদা বেরিবাঁধের গর্ভে অবস্থিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটির পিলারগুলো ফেটে আস্তর উঠে গিয়ে লোহার রড বের হয়ে গেছে এবং কিছু পিলার বেঁকে গিয়ে ভবনটি যেকোন সময়ে ধসে পড়ার আশংকা রয়েছে। এমনকি ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছেন পার্শ্ববর্তী বসবাসকারী লোকজন। এখন ভবনটি এলাকার যুব শ্রেণির লোকজনের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বর্তমানে ওই ভবনে বিআইডব্লিউটিএ কর্মকর্তা কর্মচারীদের কোন কার্যক্রম চলছেনা। জানা গেছে, বিআইডব্লিউটিএ-এর একজন কর্মকর্তা এখানে দায়িত্বে আছেন। কিন্তু ওই কর্মকর্তা থাকেন অন্য স্থানে। তার সাথে যোগাযোগ করতে চাইলে জানা যায়, তিনি পবিত্র হজ্জ্বব্রত পালন করতে গেছেন। এ ব্যাপারে পটুয়াখালী জেলা বিআইডব্লিউটিএ-এর সহকারি পরিচালক এস.এম বদরুল আলম জানান, ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ আছে কিনা এটা আমার জানা নেই।
