Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / রাঙ্গাবালীতে অর্ধশত প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত

রাঙ্গাবালীতে অর্ধশত প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত

আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অর্ধশত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঢাকাস্থ রাঙ্গাবালী উপজেলা উন্নয়ন পরিষদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকাস্থ রাঙ্গাবালী উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও বিটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক (সাংকেতিক) লায়ন মনোয়ার হোসেন সুপনের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অথিতি উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র, শফিকুল আজম মুকুল, সাজাদুল ইসলাম সামিম, শফিকুল ইসলাম চান্দু, জসিম মীর, ফয়সাল দফাদার ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার অর্ধশত মসজিদ, মাদ্রসা, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত ও এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …