এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদতা :
তালায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ ।
থানাসুত্রে জানাযায়,গতকাল তালা উপজেলার বিভিন্ন এলাকার সাজাপ্রাপ্ত,নাশকতা,জামায়াত,বিএনপি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ আসামীকে গ্রেফতার পুর্বক জেল হাজতে প্রেরণ করেছে তালা থানা পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল জানান, তার নেতৃত্বে উপজেলার রঘুনাথপুর গ্রামের আমজেদ হোসেন,মহান্দী গ্রামের বক্কর গাজী,প্রসাদপুর গ্রামের কুদ্দুস বিশ্বাস,বালিয়াদহ গ্রামের মনিরুল গোলদার ও রফিক সরদার,হরিহরনগর গ্রামের রুহুল আমিন শেখ,শাহাজাতপুর গ্রামের মফিজুল ইসলাম,চাঁদকাটির সাত্তার শেখ,মাছিয়াড়ার ফারুক শেখ,নারানপুরের মফেজ উদ্দীন ও একই গ্রামের মোছা:রশিদা বেগম কে পুলিশ গ্রেফতার পুর্বক জেলহাজতে প্রেরণ করেছে ।