সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় জমি জমার জেরে প্রতিপক্ষের হামলার শিকার মো.হেলাল রাড়ী (৩৮)। হেলাল উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের আবুল হোসেন রাড়ীর ছেলে। আর হামলাকারী হচ্ছেন একই এলাকার মৃত বেরজন আলী সিকদারের ছেলে আজাহার সিকদার। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আহত হেলাল রাড়ীর নিজ বসত বাড়ির পূর্ব পাশে জমি জমার জেরে আজাহার সিকদারের সাথে হেলালের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে আজাহার সিকদার উত্তেজিত হয়ে পাশে থাকা গাব গাছের একটি লাঠি দ্বারা হেলালের মাথায় আঘাত করলে হেলাল আত্মরক্ষার জন্য ডান হাত দিয়ে বাধা প্রদান করে। লাঠির আঘাতে হেলালের ডান হাতের কবজি ভেংগে যায়। পরে হেলালের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। এলাকাবাসী হেলালকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মো.ইমাম সিকদার রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে গুরুতর আহত হেলাল বলেন, আমাকে আজাহার সিকদার ও তার দলবল একজোট হয়ে জমিজমার জের ধরে কথা কাটাকাটির সময় গাব গাছের লাঠি দিয়া আমাকে মারে। এলাকাবাসী না আসলে ওরা আমাকে মেরেই ফেলত। সুষ্ঠু বিচার না পেলে তিনি আদালতে মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে ইউপি সদস্য রফিক মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমি শুনেছি, দেখব।
