মেহেদী হাসান জুয়েল, গলাচিপা (পটুয়াখালী) ক্রাইম রিপোর্টার
ত্যাগের মহিমা ও উৎসবের আমেজে আগামীকাল সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা । ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করবেন বৃহত্তম পবিত্র এই ধর্মীয় উৎসব। হজরত ইব্রাহীম (আঃ)-এর আত্মত্যাগের প্রতীক হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির প্রচলন। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহীম (আঃ) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আঃ)কে কোরবানি করতে উদ্দত হয়েছিলেন।
ওই মহত আত্মত্যাগের ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির প্রচলন শুরু হয়। মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশ, তাঁর সন্তুষ্টি অর্জন এবং তাঁরই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদ্যাপিত হয়ে আসছে। এরই ধারাববাহিকতায় কাল সারাদেশে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা।
