কেসমী সরকার,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়নের সামুদাবাধ খেয়াঘাটে ১৫ই আগস্ট আনুমানিক সন্ধে সাতটায় এ হামলার ঘটনাটি ঘটে। এতে আঃখালেক হাং ও তার পুত্র আব্বস গুরুতর জখম হয়ে গলাচিপা হাসপাতালে ভর্তি ছিল বলে জানা যায়।
মামলা সূত্রে জানা যায় মাছ ধরার জাল সাভার নিয়ে পূর্ব শত্রুতার জেরে ধরে সুযোগ খুজতে থাকে শত্রু পক্ষ। ১৫ ই আগস্ট মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে আক্রমনের শিকার হন আব্বাস। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরেও আমানবিক হামলা চালায় এই চক্রটি। এতে পিতা-পুত্র গুরুতর আহত হয়ে গলাচিপা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ সমস্যা সমাধানের চেস্টা করেও ব্যর্থ হয়ে চারজনের নামে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আভিযোগ করেন আঃখালেক হাং। আভিযুক্তরা হলেন (১)আঃরশিদ মীর,(২) সহিদ মীর(৩)মিরাজ মীর ও (৪)ইমরান মীর সর্ব পিংমোঃশানু মীর, সাং ৫ নং ওয়ার্ড,রাঙ্গাবালী ইউনিয়ন।।