মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।
পটুয়াখালী সদর মরিচবুনিয়া ইউনিয়নের ১৫’ই আগস্ট জাতীয় শোক দিবসে দুর্বৃত্তদের হামলা। হামলায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নাজমুল হক আকন গুরুতর জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়। গুরুতর হামলার শিকার নাজমুল হক আকনের অবনতি ঘটলে পটুয়াখালী সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে পটুয়াখালী সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ দুর্বৃত্তদের ধরতে কাজ করছেন। এ ঘটনায় সরেজমি অনুসন্ধানে স্থানীয় আ’লীগ নেতা,কর্মী ও দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত সভাপতি নাজমুল হক আকন জানান। আ’লীগ থেকে বহিস্কৃত দলছুট অনুপ্রবেশ কারি, ভিন্নমতাবলম্বী এ,কে,এম মনিরুজ্জামান ও তার পেটোয়া বাহিনী মোঃ মাসুম মৃধা (২৮)পূর্ব মরিচবুনিয়া পিতা রফিক মৃধা, জাকির ভূঁইয়া(২৫) বাজার ঘোনা পিতা হানিফ ভূঁইয়া ও হাসান ভূঁইয়া (২৭) বাজার ঘোনা পিতা ফোরকান ভূঁইয়া কতৃক এই হামলার ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান। সন্ত্রাসীরা জাতীয় শোক দিবসকে পন্ড করতেই এ হামলা চালায়। তারা আরো জানান স্বাধীনতা বিরোধী শক্তিরা ঢুকে পড়েছে সর্বত্র। তারা আরো জানান অনুপ্রবেশ কারিদের রুখতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। আমরা রাজনৈতিল ভাবে প্রতিহত করবো। পাশাপাশি পুলিশ প্রশাসন হামলা কারিদের ধরতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশের চলমান আইনের প্রতি শ্রদ্ধশীল। অচিরেই এ হামলার সুষ্ঠু সমাধান না হলে গর্জে উঠবে যুবলীগ।
