এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
কপোতাক্ষ নদ খনন প্রকল্পে বরাদ্দকৃত ২৬২ কোটি টাকার মধ্যে ৭৯ লাখ ৮৭ হাজার ৭শত ৬৮ টাকা অনিয়ম, দূর্নীতির মাধ্যমে আত্মসাত করার অভিযোগে ৩ ঠিাকাদার ও পানি উন্নয়ন বোর্ডের ৫ কর্মকর্তার বিরুদ্ধে তালা থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছে দুদক।
মামলার বিবরনে প্রকাশ, কপোতাক্ষ নদ খনন প্রকল্পে বরাদ্দকৃত ২৬২ কোটি টাকার মধ্যে টিআরএম প্রকল্পে বরাদ্দকৃত অর্থের মধ্যে ৭৯ লাখ ৮৭ হাজার ৭শ ৬৮ টাকা অনিয়ম , দূর্নীতির মাধ্যমে আতœসাত করার অভিযোগ দুদকের তদন্তে নিশ্চিত হওয়ার পর গত ১৪ আগষ্ট দুদকের উপপরিচালক খুলনা, মোহাম্মদ আবুল হোসেন বাদী হয়ে ১৯৪৭ সালের দূর্নীতি দমন আইনের ৫(২) ক্ষমতাবলে ১০৯/৪০৯/৪২০ ধারায় তালা থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেন। মামলা নং ৫,৬.৭ তারিখ ১৪.০৮.২০১৮।
উল্লিখিত মামলার আসামীরা হলেন, যশোর ইলেকট্রিক হাউসের মালিক লেবুতলার বাসিন্দা ঠিকারার আব্দুল মান্নান ,কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-সহকারি প্রকৌশলী রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ড যশোরের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী বর্তমান নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ড যশোরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান,খুলনার ঠিকাদার আলিম আল-রাজি,পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের সাবেক উপ-সহকারি প্রকৌশলী ওবাদুল হক মল্লিক,পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের বর্তমান উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোতালেব, যশোর সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা ঠিকাদার গোলাম রেজা দুলু।
মামলার বিবরনে কপোতাক্ষ নদ খনন প্রকল্পের ও টিআরএম প্রকল্পে ১৬ লাখ ৯০ হাজার ৯৯৯ টাকা, একই প্রকল্পে ১৯ লাখ ৬৪ হাজার ২২৪ টাকা এবং ৩৬ লাখ ৩২ হাজার ৫৪৫ টাকা আতœসাতের সুনিদ্দিষ্ট তথ্যের বিষয় উল্লেখ করা হয়েছে।
