মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচপিায় গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক মোল্লা (৩০) নামে এক জেলে আত্মহত্যা করছেন। ফারুক উপজলোর চরবশ্বিাস ইউনয়িনের পূব’ চরবিশ্বাস গ্রামের রফিক মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল আনুমানিক ৫ টায় নিহতের নিজ বাড়ীতে। ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত ফারুক সোমবার বিকেলে তার স্ত্রীর কাছে চা খেতে চেয়েছিল। স্ত্রী স্বামীকে চা তৈরি করে খাওয়াতে অস্বীকার করে। তখন স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পযায়ে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী ফারুক গ্যাস ট্যাবলেট খায়। গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ফারুককে ওই দিন বিকেলে স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কত”ব্যরত চিকিৎসক তাকে ওয়াস করেন। রাত ১০ টা পয’ন্ত তার জ্ঞান না ফিরলে স্থানীয়রা ঐ রাতেই ফারুককে গলাচিপা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কত’ব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করনে। পটুয়াখালী যাওয়ার পথে আমখোলা নামক স্থানে রাত আনুমানকি ৩ টায় ফারুকের মৃত্যু হয়। এ বিষয়ে গলাচিপা থানার এসআই মোঃ ইব্রাহীম জানান, মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি অপ-মৃত্যুর মামলা হয়েছে। যার নম্বর – ২১।
