এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার তেরছি গ্রামের এক বৃদ্ধ গলায় লুঙ্গী পেঁচিয়ে আতœহত্যা করেছে ।
স্থানীয় সুত্রে জানাযায়,উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত:লস্কর মোড়লের পুত্র রহমত মোড়ল(৭০) গতকাল রাত্র বেলায় নিজ রুমের বাশের সাথে নিজের লুঙ্গী ছিড়ে আতœহত্যা করেছে । সে দীর্ঘদিন যাবৎ গোপনঅঙ্গের ইনফেকশনজনিত রোগে ভুগছিলেন । গতকাল হঠাৎ যন্ত্রণা বেড়ে গেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আতœহত্যা করে ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি ও একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে ।
