এসএম হাসান আলী বাচচু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় পূর্ব শত্রুতার জের ধরে একমাত্র সম্বল মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুরবৃত্তরা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তালার জেঠুয়া এলাকায়। ক্ষতি গ্রস্থ শেখ কবীরের দাবি,ঘেরে বিষ প্রয়োগে তার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
অভিযোগে প্রকাশ,তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে কবীরের ৩ বিঘার মৎস্য ঘেরে বৃহস্পতিবার গভীর রাতে তারই এলাকার দুরবৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে তার রুই, কাতলা, মৃগেল, পাতাড়ি, গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে সাবার হয়ে গেছে।শুক্রবার সকালে কবীর ঘেরে গেলে মাছ মরে ভেসে উঠতে দেখে।এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Check Also
রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ
মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …