এস এম হাসান আলী বাচ্চু,তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী গ্রামের সামছুর সরদারের কন্যা রিমা বেগমকে(২৪) যৌতুকের দাবিতে বেধড়ক পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে স্বামী। আহত রিমা বেগম বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিমা বেগমের বাবা সামছুর সরদার জানান, কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের মুনছুর সরদারের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে আমার মেয়ে রিমা বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মেয়েকে মারপিট করতো জামাই আলমগীর হোসেন। গত রোববার বিকেলে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. হাফিজউল্লাহ বলেন, রিমা বেগমের বাম হাতের দুটি স্থানে ভেঙ্গে গেছে। দ্রুত অপারেশন প্রয়োজন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এমন কোন অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।