জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা :
গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী স্মরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা আ’লীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো: শাহআলম, আ’লীগ সহ সভাপতি এ্যাডভোকেট শামীম মিয়া, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সভাপতি মু. শাহরিয়াম কামরুল, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন, সরকারি কলেজ শাখার সভাপতি শিমুল দেবনাথ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা ও কলেজ ছাত্র আকিব হোসেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও পরাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মহান নেতৃত্বকে স্মরণ করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী আধুনিক বাংলাদেশ গড়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সুধীবৃন্দরা অংশগ্রহণ করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়
