শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৩ কেজি ওজনের গাঁজার গাছসহ গ্রেফতার করেছেন থানা পুুলিশ। থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক ১২.১৫ মিনিটে বেলকা বাজারের পশ্চিম উত্তর পার্শ্বে গোলজার জুয়ারুর বাড়ির পার্শ্বে বাধের রাস্তায় ১ শ ৪ পিচ ইয়াবা ও গাঁজার গাছ সহ পূর্ব ঝিনিয়া গ্রামের সামছুল হকের পুত্র হায়দার আলী (৩৭) কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের পর হায়দার আলীর বাস্তভিটা থেকে রোপনকৃত গাঁজার গাছটি উদ্ধার করা হয়। মাদক দ্র্রব্য অভিযানে দিক নির্দেশনা দেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবাহান। গ্রেফতারে অভিযান চালান থানার এস আই তার সঙ্গীয় ফোর্সসহ আব্দুল ওয়াহেদ। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
