মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের মৃত্যু সের আলী সরদারের ছেলে মালেক সরদার পক্ষিয়া গ্রামের ০৭নং ওয়ার্ডের সরদার বাড়ির উত্তর পার্শ্বে মৃত্যু তোজম্বর মৃধার নিজ চাষাবাদ কৃত ১১.৮৫ একর জমির ২-৩ একর জমির বীজ তুলে ফেলেছে ভূমি দষ্যু মালেক সরদার। মৌজা পক্ষিয়া জেল এল নং- ১১৯, দাগ নং-২৭১৫, ২৭১৯, ২৭২০, ২৭৩৩, ২৭৩৪, ২৭৩৫, এই জমির রেকডিও মালিক মৃত্যু তোজম্বর মৃধা। তোজম্বর মৃধা মৃত্যুতে তার ওয়ারিশ হন মোঃ রাজ্জাক মৃধা (৮০), মোঃ কবির মৃধা (৫০), মোঃ জালাল মৃধা (৫৫) মোঃ আকাব্বর মৃধা (৬০) মোঃ টিপু মৃধা (৪০) আরও অনেক ওয়ারিশ ব্যাক্তিগণ প্রতিবাদ করতে গেলে তাদেরকে ভূমি দষ্যু মালেক সরদার স্থানিয় প্রভাব খাটিয়ে খুন-জখমের ও মৃত্যুর হুমকি দেয়। ভূমি দষ্যু কর্ম কান্ড এখানেই শেষ নয়। ২৩ শে জুলাই ২০১৮ইং তারিখ ভূমি দষ্যু মালেক সরদার প্রভাব খাটিয়ে স্থানিয় কৃষক মোঃ হারুন গাজির রোপণ কৃত ইরি ধানের খেতের মধ্যে জমি চাষের বড় ট্রলি ম্যাশিন নিয়ে তাতে চাষ দিলে ইরি ধান গাছ মাটির সাথে নিঃচিহ্ন করে দেয়। এবিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বড় রকমের বিরোধের সৃষ্টি হলে গলাচিপা থানার প্রশাসন সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। এব্যাপারে ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি আমরা আইনি প্রক্রিয়া নিব।
